অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
গল্প : অতিথির স্মৃতি- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা, মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ২৩ মে ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪৫। উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে-
ক) পশুপাখিপ্রীতি খ) মানবপ্রীতি
গ) প্রকৃতি মুগ্ধতা ঘ) দেশাত্মবোধ
৪৬। পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি।---কোথায়?
ক) নিন্মবিত্ত গৃহস্থের ঘরে
খ) মধ্যবিত্ত গৃহস্থের ঘরে
গ) উচ্চ বিত্তের ঘরে
ঘ) নিন্ম-মধ্যবিত্ত গৃহস্থের ঘরে
৪৭। ‘বেরিবেরি’ রোগের লক্ষণ হিসেবে কোনটি যথার্থ?
ক) জ্বর আসা
খ) জন্ডিস হওয়া
গ) শরীর জ্বালাপোড়া করা
ঘ) পা ফুলে যাওয়া
৪৮। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসটি কত খণ্ড?
ক) ১০ খণ্ড খ) ৪ খণ্ড
গ) ১৪ খণ্ড ঘ) ১৬ খণ্ড
৪৯। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর : ৪৫. ক, ৪৬. খ, ৪৭. ঘ, ৪৮. খ, ৪৯. ক।